ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

লেখক: www.nirapodtv.com www.nirapodtv.com
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

ঝালকাঠি প্রতিনিধিঃ
“সমৃদ্ধির লক্ষ্যে, আগামীর পথে” এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে, ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও প্রেসক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এর পরে প্রধান অতিথি কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বেলুন উড়িয়ে ৩৮ তম বর্ষপূর্তি উদযাপন করেন।

পরে প্রেসক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম সভাপতিত্ব করেন। সাংবাদিক মো. মহসিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম। কাঠালিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সাংবাদিক সারোয়ার শিকদার, খাইরুল আমিন ছগিরসহ অনেকে।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধ
০১৭১৩৯৬৩৬৭৫