কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক-১।

লেখক: www.nirapodtv.com www.nirapodtv.com
প্রকাশ: ২ সপ্তাহ আগে

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চিবাজার এলাকায় প্রাইভেটকার ভর্তি ৩০ কেজি গাঁজাসহ জলিল নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত আসামি মো; জলিল (৪৪) কুমিল্লার সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি বাজার এলাকায় থানার উপ-পরিদর্শক (এস.আই) আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি টিম সন্দেহজনক অবস্থায় একটি প্রাইভেটকার (ঢাকামেট্রো-গ-২৯-৫১৮৬) আটক করে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চালক মোঃ জলিলকে আটক করে পুলিশ। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লাল উদ্দিন জানান, আটককৃত আসামি জলিলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরেই কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।