ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন।

লেখক: www.nirapodtv.com www.nirapodtv.com
প্রকাশ: ৫ ঘন্টা আগে


‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন করা হয়।

‎সোমবার ( ২২ সেপ্টেম্বর ) সকালে নোয়াখালীর ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক মিলনায়তন এবং প্রধান শিক্ষকের কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের কৃতি সন্তান, সাবেক মেধাবী শিক্ষার্থী, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর প্রতিষ্ঠা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মোতালেব দুলাল ও সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক।

‎শুভেচ্ছা বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন।

‎অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করে বলেন, এই নতুন সংযোজন বিদ্যালয়ের শিক্ষকদের কর্মপরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে অনুপ্রাণিত করবে।

‎অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে অতিথি, শিক্ষক-শিক্ষার্থী,  অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ মিলনায়তন পরিদর্শন করেন ।