ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত।

লেখক: www.nirapodtv.com www.nirapodtv.com
প্রকাশ: ২ ঘন্টা আগে

 

হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি

আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসী লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকলে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় ভূঞাপুর
থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতার বানু, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান নুরী, নাদিয়া ইসলাম, সাফিয়া বিনতে সাথী, শারমিন আকতার, সানজিদা ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল হাসান বলেন, যে পরিবারে একটি কন্যা শিশু নাই সে পরিবার একটি বিরান মরুভূমির মতো। শিশু সবাই সমান হোক ছেলে কিংবা মেয়ে। সবাই সমান ভাবে তার মৌলিক অধিকার ভোগ করবে। শিশুকে লেখাপড়ার মাধ্যমে প্রতিষ্ঠিত করলে তা আপনার সম্পদ হবে। হোক কন্যা বা ছেলে। তিনি আরো বলেন, কন্যা শিশুদের বিশেষ যত্ন মহান আল্লাহ তায়া’লা খুশি হন।