ভূঞাপুরে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত।

লেখক: www.nirapodtv.com www.nirapodtv.com
প্রকাশ: ৮ ঘন্টা আগে

 

হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি

টাঙ্গালের ভূঞাপুরে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের ভূঞাপুর উপজেলা শাখার উদ্দ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে উপজেলা ওলাম বিভাগের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির।

আর উপস্থিত ছিলেন, জামায়াত কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, তালীমুল কুরআন টাঙ্গাইল জেলা সভাপতি ড. মাওলানা আতাউর রহমান, ওলামা বিভাগ টাঙ্গাইল জেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি নজরুল ইসলাম সহ অন্যান্যরা।